BRAKING NEWS

শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার সাহস পাবেন কি মমতা, প্রশ্ন বিজেপি-র

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): সন্দেশখালির অভিযুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলে রাজ্য পুলিশের ডি জি রাজীব কুমার আশ্বাস দিলেও পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার সাহস পাবেন কিনা তা নিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে সন্দেহ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গে বিজেপি-র সহ তত্বাবধায়ক অমিত মালব্য।

মঙ্গলবার অমিতবাবু এই সংশয় প্রকাশ ছাড়াও এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শেখ শাহজাহানের মতো মানুষ কেন গুরুত্বপূর্ণ? এই স্থানীয় শক্তিশালী এবং অপরাধীদের, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, টিএমসিকে মুসলিম ভোট দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু প্লটটি অসম্পূর্ণ।

টিএমসি সবেমাত্র ফুরফুরা মাদ্রাসা নির্বাচনে সিপিএম-আইএসএফ জোটের কাছে ৬-০ ব্যবধানে হেরেছে।”

সোমবার গঙ্গাসাগর মেলার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন রাজীব কুমার। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সন্দেশখালির ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “অভিযুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না।” তাঁর কথায়, “যে বা যাঁরা আইন ভঙ্গ করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *