BRAKING NEWS

কৈলাসহরে আগর চাষ ও আগর প্রসেসিং নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ জানুয়ারি : কৈলাসহরে আগর চাষ ও আগর প্রসেসিং নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ। কৈলাসহর মহকুমা বন বিভাগের উদ্যোগে  এই কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজ্যের মধ্যে আগর উৎপাদনে এই জেলা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। এর মধ্যে কৈলাসহরে সব থেকে বেশি আগর চাষী রয়েছে। আগর একটি মূল্যবান গাছ ।

বর্তমানে আগরের প্রতি মানুষের উৎসাও বেড়েছে। কিভাবে আগর চাষ করলে আগামী দিনে আরোও আর্থিক উন্নতি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একটি আগর গাছের মল্য কোটি টাকার মত বলে জানান বিশেষজ্ঞরা।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস কৈলাসহর পূরপরিষদের ভাইস চেয়ারপারসন নিতিশ দে । জেলা বন বিভাগের আধিকারিক মহকুমা বন বিভাগের আধিকারিক গৌরনগর রেঞ্জ অফিসার সোমেন ভৌমিক। থেকে শুরু করে ত্রিপুরা জাইকা প্রকল্পের কর্মীদের পাশাপাশি প্রচুরসংখ্যক আবার চাষিরা ।আজকের এই অনুষ্ঠান পরিচালন করেন কৈলাসহরের বিট অফিসার অর্ধেন্দু বিকাশ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *