নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৮ জানুয়ারি : গবাদি পশু চুরির ঘটনা রাজ্যজুড়ে বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এই গবাদি পশু চুরির ঘটনা উঠে আসছে। বিশেষ করে সীমান্ত লাগোয়া এলাকায় এই চুরির মাত্রা অত্যাধিকভাবে বৃদ্ধি পেয়েছে। রবিবার রাতে চম্পকনগর এলাকা থেকে ১০টি গবাদি পশু চুরির অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। এদিন চম্পকনগরের বেশ কয়েকজন গৃহস্থের বাড়ি থেকে এই গবাদি পশুগুলিকে রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে চোরের দল। একই রাতে ১০ টি গবাদি পশু চুরির ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
গৃহস্থরা জানিয়েছেন, গতকাল রাতে গবাদি পশুগুলিকে সঠিক জায়গায় রেখে তারা ঘুমাতে যান। সকালে উঠে দেখতে পেয়েছেন গবাদিপশুগুলি যথাস্থানে নেই। বহু খোঁজাখুঁজির পরেও গরুগুলিকে না পেয়ে তারা থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই গবাদি পশু লালনপালন করেই তারা তাদের পরিবার প্রতিপালন করেন। তাই এই গবাদি পশুগুলিকে যেন পুলিশ উদ্ধার করে তার দাবী জানিয়েছেন এলাকাবাসীরা। এই চুরির ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।