BRAKING NEWS

বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল এআইএমএসএস

কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়ে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন।

সোমবার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কল্পনা দত্ত বলেন, এই রায়ে আমরা অত্যন্ত আনন্দিত। অপরাধীদের অপরাধ পুনর্বিচারের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির দাবীতে দীর্ঘদিন আমাদের সংগঠন আন্দোলন চালাচ্ছিল।

এক বিবৃতিতে তিনি জানান, ”২০০২-এর গুজরাট দাঙ্গার সময় অন্ত:সত্বা বিলকিস বানোকে গণধর্ষণ, তার শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে পাথরে আছাড় মেরে হত্যা ও তাঁর পরিবারের ৭ জনের হত্যাকারী জঘন্য অপরাধীদের সাজা মকুব করার যে সিদ্ধান্ত গুজরাট সরকার নিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তাকে বাতিল করে অপরাধীদের দু’সপ্তাহের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে বলেছে।

এই রায় গুজরাট সরকারের গালে একটি সজোরে থাপ্পড়। এই রায় স্পষ্ট দেখিয়ে দিল কী ভাবে গুজরাট সরকার হীন রাজনৈতিক স্বার্থে বেআইনিভাবে এমন অপরাধীদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছিল,আমরা গুজরাট সরকারের এই হীন কাজের তীব্র নিন্দা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *