BRAKING NEWS

সরকারি বাংলো নিয়ে এবার বিস্ফোরক শুভেন্দু

কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): সরকারি বাংলো নিয়ে এবার বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় একটি সরকারি বাংলোতে নব নিযুক্ত অর্থ উপদেষ্টা ও প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাখার কোটি কোটি টাকা ব্যয়ে সাজানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। পাশাপাশি, ওই বাংলোয় বর্তমানে উপবিষ্ট রাজ্যের তিন মন্ত্রী, বিধায়ককে ‘রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে’ বলেও অভিযোগ তাঁর।

নিজের এক্স হ্যান্ডেলে এদিন শুভেন্দুবাবু জানান, কলকাতায় কোয়েস্ট মলের কাছে একটি সরকারি বাংলোতে প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে থাকার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। এই বাংলোতে আগে বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী জনাব আখরুজ্জামান, বিধায়ক জনাব গিয়াসউদ্দিন মোল্লা এবং সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন থাকেন।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল প্রকৃতি। মুসলিম নেতারা নিছক মুখ, টিএমসি পার্টির ধর্মনিরপেক্ষ চেহারাকে উজ্জ্বল করতে এবং মুসলিম ভোটকে আকর্ষণ করার জন্য প্রয়োজন। ক্যামেরা বন্ধ থাকলে তাঁদের সঙ্গে অসম্মান করা হয়।’

একই সঙ্গে এদিন গড়বেতায় একটি সভায় শুভেন্দুবাবু রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নামোল্লেখ করে বলেন, “চোর আইএএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদীকে উপদেষ্টা করেছে। বালিগঞ্জে তিনজন সংখ্যালঘু মন্ত্রী যে সরকারি আবাসনে ছিলেন, তাঁকে রাখার জন্য তাঁদেরকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সেখানে ওই চোর অফিসার থাকবেন। কারণ, উনি চুরিতে সাহায্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *