BRAKING NEWS

জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে বিশেষ অভিযানে মনু বাজার থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, মনুবাজার, ২ জানুয়ারি : জাতীয় সড়কে যান দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে প্রতিনিয়ত প্রাণহানীর ঘটনা ঘটে চলেছে। বহু মানুষ দুর্ঘটনার কপালে পড়ে পঙ্গুত্বের জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে যান দুর্ঘটনা এড়াতে এবং এলাকায় অপ্রীতিকর ঘটনার লাগাম টানতে এবার নড়েচড়ে বসেছে মনুবাজার থানার পুলিশ। 

দিনের বেলার পাশাপাশি এবার  রাতের বেলায়ও নামছেন এলাকায়  টহলে।  বাইক, গাড়ি সহ বিভিন্ন যান চেকিংয়ে এবং যান চালকরা কোন নেশা জাতীয় দ্রব্য সেবন করে যান চালাচ্ছে কিনা বা বাইক গাড়িতে কোন অবৈধ সামগ্রি বহন করছে কিনা তারও তল্লাশি করছে মনুবাজার থানার পুলিশ। এতে অবশ্য কিছুটা সফলতাও মিলছে বলে খবর।

বিশেষ করে সন্ধ্যার পর উদ্দেশ্যহীনভাবে অতিদ্রুত গতিতে চলা বাইক গাড়িগুলিরও কিছুটা হলেও লাগাম পরেছে। এবিষয়ে মনুবাজার থানার এস আই বীরজিৎ দাস জানান সন্ধ্যার পর পুলিশের এই ধরনের অভিযানের মূল লক্ষ্য হচ্ছে  নেশা মুক্তির পাশাপাশি যান দুর্ঘটনা এড়ানো। 

তিনি বলেন দেখা গেছে গত ছয় মাসে মনুবাজার থানা এলাকায় যতগুলো যান দুর্ঘটনার ঘটনা ও এলাকায়  অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য বেশীর ভাগটাই দায়ী বিভিন্ন ধরনের নেশা। আর এই নেশার কবলে পরে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকার বহু যুবক। এতে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকার বহু পরিবারের অর্থনৈতিক কাঠামো। 

ফলে নেশার টাকা সংগ্রহ করতে গিয়ে একাংশ যুবক জড়িয়ে পরছে চুরি সহ বিভিন্ন অনৈতিক কাজে। আর এলাকায় এর ধরনের অবৈধ কাজের লাগাম টানতে এবং বাইক গাড়ির গতির লাগাম টানতে আগামী দিনেও মনুবাজার থানার তরফে এধরণের অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

নিজস্ব প্রতিনিধি, মনুবাজার, ২ জানুয়ারি : জাতীয় সড়কে যান দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে প্রতিনিয়ত প্রাণহানীর ঘটনা ঘটে চলেছে। বহু মানুষ দুর্ঘটনার কপালে পড়ে পঙ্গুত্বের জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে যান দুর্ঘটনা এড়াতে এবং এলাকায় অপ্রীতিকর ঘটনার লাগাম টানতে এবার নড়েচড়ে বসেছে মনুবাজার থানার পুলিশ। 

দিনের বেলার পাশাপাশি এবার  রাতের বেলায়ও নামছেন এলাকায়  টহলে।  বাইক, গাড়ি সহ বিভিন্ন যান চেকিংয়ে এবং যান চালকরা কোন নেশা জাতীয় দ্রব্য সেবন করে যান চালাচ্ছে কিনা বা বাইক গাড়িতে কোন অবৈধ সামগ্রি বহন করছে কিনা তারও তল্লাশি করছে মনুবাজার থানার পুলিশ। এতে অবশ্য কিছুটা সফলতাও মিলছে বলে খবর।

বিশেষ করে সন্ধ্যার পর উদ্দেশ্যহীনভাবে অতিদ্রুত গতিতে চলা বাইক গাড়িগুলিরও কিছুটা হলেও লাগাম পরেছে। এবিষয়ে মনুবাজার থানার এস আই বীরজিৎ দাস জানান সন্ধ্যার পর পুলিশের এই ধরনের অভিযানের মূল লক্ষ্য হচ্ছে  নেশা মুক্তির পাশাপাশি যান দুর্ঘটনা এড়ানো। 

তিনি বলেন দেখা গেছে গত ছয় মাসে মনুবাজার থানা এলাকায় যতগুলো যান দুর্ঘটনার ঘটনা ও এলাকায়  অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য বেশীর ভাগটাই দায়ী বিভিন্ন ধরনের নেশা। আর এই নেশার কবলে পরে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকার বহু যুবক। এতে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকার বহু পরিবারের অর্থনৈতিক কাঠামো। 

ফলে নেশার টাকা সংগ্রহ করতে গিয়ে একাংশ যুবক জড়িয়ে পরছে চুরি সহ বিভিন্ন অনৈতিক কাজে। আর এলাকায় এর ধরনের অবৈধ কাজের লাগাম টানতে এবং বাইক গাড়ির গতির লাগাম টানতে আগামী দিনেও মনুবাজার থানার তরফে এধরণের অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *