BRAKING NEWS

এনএফ রেলওয়ের অধীন আরপিএফ-এর হাতে গ্রেফতার চার দালাল লক্ষাধিক টাকার রেলওয়ে টিকিট উদ্ধার

গুয়াহাটি, ২১ ডিসেম্বর (হি.স.) : রেলওয়ে টিকিটের অবৈধ বিক্রির জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) বিগত কয়েক দিনে নিজেদের জোনের মধ্যে পৃথক পৃথক অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে। ১৭ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে এনএফ রেলওয়ের আরপিএফ এক লক্ষ টাকার বেশি মূল্যের ৩২টি রেলওয়ে টিকিট উদ্ধার করেছে। আটককৃত দালালদের বিরুদ্ধে রেলওয়ে আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে মামলা করা হয়েছে।
এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ২০ ডিসেম্বর নিউ জলপাইগুড়ির আরপিএফ সিআইবি টিম শিলিগুড়ি জংশনের আরপিএফ-এর সাথে যৌথভাবে পিআরএস কাউন্টার, শিলিগুড়ি টাউনে তল্লাশি চালায়। ওই অভিযানে আরপিএফ টিম বিভাস সরকার নামের এক ব্যক্তিকে আটক এবং ১৩৮০ টাকা মূল্যের একটি রেলওয়ে টিকিট উদ্ধার করে। ওই ঘটনা সম্পর্কে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ১৯ ডিসেম্বর তিনসুকিয়ার আরপিএফ-এর সিআইবি টিম তিনসুকিয়া এবং ডিব্রুগড় আরপিএফ-এর পাশাপাশি তিনসুকিয়ার সাইবার সেলের সাথে তিনসুকিয়ায় অবস্থিত একটি দোকানে অভিযান চালায়। ওই তল্লাশিতে আরপিএফ টিম সন্দীপ মৌর্য নামের এক ব্যক্তিকে আটক করে প্রায় ২২,৪৬০ টাকা মূল্যের ১৫টি রেলওয়ে টিকিট উদ্ধার করেছে। ঘটনা সম্পর্কে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
১৭ ডিসেম্বর আরেকটি ঘটনায় নিউ জলপাইগুড়ির আরপিএফ-এর সিআইবি টিম কিষাণগঞ্জ আরপিএফ-এর সাথে যৌথভাবে বিহারের কিষাণগঞ্জের পোয়াখালি মেইন রোডে অবস্থিত একটি দোকানে অভিযান চালায়। ওই তল্লাশি অভিযানের সময় আরপিএফ টিম নুর মহম্মদ নামের এক ব্যক্তিকে আটক করে প্রায় ১৮,৩৭৫ টাকা মূল্যের ছয়টি রেলওয়ে টিকিট উদ্ধার করে। এ ঘটনা সম্পর্কে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
একই দিনে অন্য আরেকটি ঘটনায় আলিপুরদুয়ার জংশন আরপিএফ-এর সিআইবি টিম আলিপুরদুয়ার জংশনের সিপিডিএস টিম-এর সাথে যৌথভাবে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের সোনাপুর চৌপট্টিতে অবস্থিত একটি দোকানে অভিযান চালায়। ওই তল্লাশি অভিযানের সময় আরপিএফ-এর টিম কমল রায় নামের এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত থেকে ৬৫,৭৮৯ টাকার ১০টি রেলওয়ে টিকিট উদ্ধার করে। এ ঘটনা সম্পর্কে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এনএফ রেলওয়ের আরপিএফ ৯৮টি মামলা দায়ের করেছে এবং দালালদের কাছ থেকে ১৬.৮১ লক্ষ টাকার বেশি মূল্যের ৬৬৪টি রেলওয়ে টিকিট উদ্ধার করেছে। এছাড়া ১০৪ জন দালালকে গ্রেফতার করেছে আরপিএফ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ রেলওয়ে টিকিটের অবৈধ বিক্রি প্রতিরোধ করতে দালালি কার্যকলাপের ওপর কড়া নজরদারি চালাচ্ছে। রেলওয়ে টিকিটের অকর্তৃত্বশীল যোগান এবং ক্রয়-বিক্রয় রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে শাস্তিযোগ্য একটি অপরাধ, বলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *