BRAKING NEWS

সংসদে হামলায় গ্রেফতার ৪ অভিযুক্তের ৭ দিনের পুলিশ হেফাজত


নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি. স.) : সংসদে গ্যাস হামলার চার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হল । সংসদের ভিতরে গ্রেফতার হওয়া সাগর শর্মা ও ডি মনোরঞ্জন এবং সংসদের বাইরে গ্রেফতার হওয়া নীলম দেবী ও অমল শিণ্ডেকে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট–এ তোলা হয় । বিচাপতি চার অভিযুক্তকে সাত দিনের জন্য দিল্লি পুলিশের বিশেষ সেলের হেফাজতে পাঠান বিচাপতি ।

বুধবার লোকসভার অধিবেশনে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ (মালদা উত্তর কেন্দ্র) খগেন মুর্মু তার বক্তব্য রাখছিলেন। ঠিক তখনইদর্শক আসন থেকে লোকসভার চেম্বারে । সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় উত্তাল গোটা দেশ। বুধবার টিভির পর্দায় দৃশ্যটি দেশে শিউরে ওঠে দেশবাসী। ঘটনাস্থলে উপস্থিত সাংসদরাও হতভম্ব হয়ে যান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংসদের ভিতরে ঢুকেছিলেন মাইসুরুর ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সাগর শর্মা। তাঁর সঙ্গে ছিলেন মাইসুরুরই আর এক বাসিন্দা মনোরঞ্জন ডি। বাইরে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে একজন হরিয়ানার বাসিন্দা নীলম সিং। অপরজন মহারাষ্ট্রের অমল শিণ্ডে। ধৃতদের জেরার পাশাপাশি তাঁদের বাড়িতে গিয়েও তল্লাশি শুরু করে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা। আজ চার অভিযুক্ত- মনোরঞ্জন ডি, সাগর শর্মা, অমল শিণ্ডে এবং নীলম দেবীকে দিল্লি পুলিশ বিশেষ বিচারক হরদীপ কৌরের সামনে হাজির করা হয়। পুলিশের তরফে ১৫ দিনের জন্য হেফাজতে চাওয়া হয়। আদালত সাত দিনের হেফাজত নির্দেশ দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ) এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের পরে দিল্লি পুলিশের স্পেশাল সেল অফিসে নিয়ে আসা হয।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *