নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ ডিসেম্বর : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে চোরের উৎপাত প্রতিনিয়ত বেড়ে চলেছে। তাতে অতিষ্ঠ ধর্মনগর মহকুমার সাধারণ মানুষজন। প্রতিটি চুরির ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনোক্ষেত্রে সাফল্য পাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। পুলিশের উপর তিতিবিরক্ত হয়ে শেষ পর্যন্ত স্থানীয় জনগণ চোর আটক করতে তৎপরতা শুরু করেছেন। পাশাপাশি নেশাখোর ও নেশাকারবারীদের বিরুদ্ধেও অভিযানে নেমেছেন স্থানীয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন।
পুলিশ চোরকে ধরতে না পারলেও ধর্মনগরের সচেতন মানুষ এখন চোর এবং ড্রাগস কারবারিদের ধরতে সিদ্ধহস্ত। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ হুরুয়ার বীরেন্দ্র দেবনাথের বাড়িতে ধানের কাজ করতে এসে দেবু নাথ নামে এক যুবক তার একসঙ্গে কে নিয়ে বীরেন্দ্র দেবনাথ এর বাড়ির মোটরের জলের পাইপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্রব্যাদি চুরি করে বিক্রি করে দেয়। চুরি যাওয়ার পর বীরেন্দ্র দেবনাথ থানায় অভিযোগ জানায়। কিন্তু পুলিশ এই ঘটনাকে কোন গুরুত্ব না দিয়ে নিষ্ক্রিয় থেকে যায়।
পরবর্তী সময় অর্থাৎ আজ বুধবার এলাকার মানুষজন দিনের পর দিন চুরি বাড়তে থাকায় দীঘল বাগ ৩নং ওয়ার্ডের দেবু নাথকে আটক করে উত্তম মধ্যম দিলে দেবু নাথ ঘটনার সত্যতা স্বীকার করে। সাধারণ মানুষ তাদের হাতে আটক দেবুকে থানার পুলিশের হাতে তুলে দেয়। সচেতন মানুষ এখন আর পুলিশ কখন ধরবে তার উপর অপেক্ষা না করে নিজেদেরকে রক্ষা করতে নিজেরাই তল্লাশি জারি রেখে আসামিদের ধরতে এগিয়ে এসেছে। যা একটি পরিণত সভ্য সমাজ সচেতন মানুষের লক্ষণ বলে বিজ্ঞ মহলের উক্তি।