BRAKING NEWS

‘আত্মনির্ভর ভারতের সংকল্প জয়ী হয়েছে’, ৩ রাজ্যে বিজেপির জয়ে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি. স.) : মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিশাল সাফল্য বিজেপির। এই জয়কে ‘ঐতিহাসিক ও অভূতপূর্ব’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, “আত্মনির্ভর ভারতের সংকল্প জয়ী হয়েছে। বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়ার আইডিয়া জয়ী হয়েছে। জয়ী হয়েছে দেশের উন্নতির জন্য রাজ্যের উন্নতি চাওয়ার আইডিয়া।”

৩ রাজ্যে বিজেপির জয়ের নিউক্লিয়াস তিনিই। রাজস্থানের বসুন্ধরা রাজে সিন্ধিয়া থেকে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান বা ছত্তীসগঢ়ের রমন সিং-রা একবাক্যে জয়ের কৃতিত্ব তাঁকেই দিয়েছেন। তিনি বিজেপির এই মুহূর্তে একমেবদ্বিতীয়ম নেতা নরেন্দ্র দামোদরদাস মোদী। বলতে দ্বিধা নেই বুথ ফেরত সমীক্ষা কিন্তু বিজেপিকে ৪৮ ঘন্টা আগেও হতাশ করেছিল। রাজস্থানে পালাবদলের ইঙ্গিত মিললেও ছত্তিশগড় নিশ্চিত ভাবেই কংগ্রেসের দখল করার কথা। আর মধ্যপ্রদেশে অধিকাংশ সমীক্ষাই কংগ্রেসকে এগিয়ে দেয়। যার জন্য গেরুয়া শিবিরের চিন্তা বেড়েছিল। কিন্তু রবিরার সকাল হতেই ছবিটা স্পষ্ট হয়ে যায়। দেখা যায় রাজস্থান, মধ্যপ্রদেশে কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। এমনকি ছত্তিশগড়ও ভূপেশ বাঘেলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই ট্রেন্ড বেলা বাড়লেও আর পরিবর্তন হয়নি। তেলঙ্গনায় বিজেপি জেতেনি, সেই জয়ের প্রত্যাশাও ছিল না। আর এই বিপুল সাফল্যের পর রবিরার সন্ধ্যায় নয়াদিল্লির বিজেপি সদর দফতরে পা রাখেন নরেন্দ্র মোদী। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ অনেকেই। গেরুয়া কর্মী এবং সমর্থকেরা ভিড় জমান দফতরের সামনে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে চান তাঁরা । এদিন দলের সদর দফতর থেকে তিন রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “ভারত মাতা কি জয়। আওয়াজ যেন তেলেঙ্গানা পর্যন্ত যায়। আজ সততার জয়। আজ জনতার জয়। ’ এদিন বিজেপি কর্মীদের প্রশংসা করেছেন মোদী, বলেন বিজেপির কর্মকর্তাদের আজ প্রশংসা করব। আপনাদের কষ্টের ফল আজ আমরা পাচ্ছি। আমাদের সভাপতি নড্ডাজির রণনীতির জন্য এই জয়ের ভাগিদার তিনি। তাঁরও প্রশংসা প্রাপ্য। বিপুল জয়ে নারীশক্তিকেও কৃতিত্বের ভাগীদার করেছেন মোদী। তিনি বলেন, কথায়, ‘নারীশক্তির উন্নয়ন ছিল বিজেপির অন্যতম লক্ষ্য। সেই চেষ্টা করে গিয়েছি। মহিলারা আশীর্বাদ করেছেন। দেশের সব মা-বোনকে বলছি, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা ১০০ শতাংশ পূরণ করব। এটা মোদীর গ্যারান্টি।’

আজ দলের জয়লাভ প্রসঙ্গে একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই ভোটে জাতপাতের ভিত্তিতে দেশকে ভাঙার চেষ্টা হয়েছিল। কিন্তু, আমি বলেছিলাম, আমার কাছে চারটি জাত গুরুত্বপূর্ণ- নারী শক্তি, যুব শক্তি, কিষাণ ও গরিব পরিবার।”

তিনি বলেন, “আজ প্রতিটি গরিব বলছেন যে তিনি জয়ী হয়েছেন। প্রত্যেক বঞ্চিত মানুষের অনুভূতি হচ্ছে যে তিনি জিতেছেন। প্রত্যেক চাষি বলছেন যে ভোটে তিনি জিতেছেন। আজ, প্রত্যেক আদিবাসী ভাই-বোন খুশি। তাঁর বক্তব্য উঠে আসে ভোটে ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গও। প্রধানমন্ত্রী বলেন, “আমার রাজনৈতিক জীবনে আমি সর্বদা ভবিষ্যদ্বাণী করা থেকে বিরত থেকেছি। কিন্তু, এবার আমি সেই নিয়ম ভেঙেছি। রাজস্থানে আমি বলে এসেছিলাম যে কংগ্রেস ফিরবে না। রাজস্থানের মানুষের উপর আমার আস্থা ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *