নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর:
জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা ২৫ ডিসেম্বর এর মিছিল ঘিরে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে রাজ্যে। এবারে এই বিষয়ে প্রতিবাদে জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
উল্লেখ্য, জনজাতি সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন একটি বিশেষ দাবিতে আগামী ২৫ ডিসেম্বর আগরতলায় মিছিল ও সভার ডাকে দিয়েছে। তাদের দাবি হলো যে সমস্ত জনজাতিরা ধর্মান্তরিত হয়েছে তাদের সরকারি বিশেষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হোক।
রাজ্য রাজনীতিতে বর্তমানে তোলপাড় এই দাবি ঘিরে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এর প্রতিবাদ জানাচ্ছে।
বিরোধী দলনেতা, গণমুক্তি পরিষদ ইতিমধ্যেই এই বিষয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে। এবার এর প্রতিবাদ জানালেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে তিনি বলেছেন, বিভাজনের রাজনীতির জন্য এধরনের দাবি তোলা হয়েছে। এই দাবি সম্পূর্ণ অসাংবিধানিক এবং উস্কানিমূলক বলে দাবি করেছেন বিধায়ক।
আগামী ২৫ ডিসেম্বর এই দাবিতে মিছিল ও সভার অনুমোদন যেন সরকার না দেয় সেই দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ইস্যুতে সরকার ও শাসকদলের কি ভাবছেন সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে। এই বিষয়ে সরকার যেন তাদের অবস্থান স্পষ্ট করে সেই দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক
সুদীপ রায় বর্মন।