নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর : রাজ্যের বর্তমান পরিস্থিতি ও এডিসি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এদিন নিজ অফিসেই তিনি সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন। এদিন এক প্রকার রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। তিনি বলেন উপজাতি এলাকায় উন্নয়নের ছোঁয়া নেই বললেই চলে। জল, বিদ্যুৎ, রাস্তা নিয়ে এদিন আলোচনা করেছেন। তিনি বলেন, উপজাতিদের উন্নয়ন কতটা হয়েছে বা হচ্ছে তা এডিসি এলাকারগুলিতে গেলেই বোঝা যায়। জল নেই, বিদ্যুৎ নেই, নেই রাস্তাঘাট।
এছাড়াও রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি কথা বলেছেন এদিন। তার কথায়, উপজাতি এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে শুরু করে দ্বাদশমান বিদ্যালয় গুলিতেও নেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক। প্রতিদিন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে শিক্ষক স্বল্পতার খবর উথে আসছে পত্র পত্রিকায়। এহেন অবস্থায় সরকার নীরব দর্শকের ভুমিকা পালন করছে বলেও অভিযোগ করেছেন এদিন তিনি। বিরোধী দলনেতা আরো অভিযোগ করে বলেন, রাজ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। তবুও আশানুরূপ উন্নয়নের কোনো চিত্র নেই বলেই এদিন দাবি করেছেন তিনি।
স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গ তুলে এনে তিনি রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপির চিত্র তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেন পরিকাঠামোর অভাব রয়েছে। তিনি বলেন, মেয়াদত্তীর্ণ স্যালাইন ও ঔষধ দেওয়া হচ্ছে রোগীদের শরীরে। গোটা রাজ্য থেকে একাধিক এই ধরণের ঘটনা উঠে এলেও মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী নীরব কেন তার প্রশ্ন তুলেছেন তিনি।
এছাড়াও এদিন পেঁয়াজের দ্রব্যমুল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহ একাধিক বিষয়ে কথা বলেছেন এদিন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।