BRAKING NEWS

বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে বাদ্যযন্ত্র প্রদান করলেন বিধায়ক স্বপ্না দাস (পাল)

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৮ নভেম্বর : ধলাই জেলার কমলপুরের বামনছড়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে বাদ্যযন্ত্র প্রদান করা হয়।

৪৬ নং সুরমা বিধানসভার বিধায়ক স্বপ্না দাস (পাল )তাঁর বিধানসভা এলাকার চারটি দলকে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে প্রায় ৫ লক্ষ ৭২ হাজার টাকার বাদ্যযন্ত্র তুলে দেন।

 অনুষ্ঠানটি হয় বামনছড়া কমিউনিটি হলে। সেখানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক। সাথে ছিলেন কমলপুরের এস ডি এম লালরিংনেতা ডারলং। সমাজ সেবী সন্তোষ দাস, অমৃত দাস ও সভাপতিত্ব করেন বামনছড়া পঞ্চায়েতের প্রধান রেবা নমশুদ্র। স্বাগত ভাষণ দেন মহকুমা ম্যাজিস্ট্রেট এল. ডারলং।

এছাড়া ভাষণ রাখেন সন্তোষ দাস। বিধায়ক তাঁর ভাসনে বলেন আমি চাই সর্বদা জনগণের সাথে থাকতে। তিনি আরও বলেন সুরমা এলাকায় বহু বাদক দল আছে। কিন্তু সবাইকে একসাথে বাদ্যযন্ত্র দেওয়া সম্ভব নয়। তাই প্রথম চারটি দলকে দেওয়া হলো বিধায়ক তাহবিলের ফান্ড থেকে। ধাপে ধাপে আরও দেওয়া হবে।

তিনি আরও বলেন তিনি বিধায়ক হয়েই সালেমা পি এইচ সি তে অ্যাম্বুলেন্স দিয়েছেন, কমলপুর সংশোধনাগাড়ে অ্যাম্বুলেন্স দিয়েছেন। এবার তিনি চারটি দলকে ১ লক্ষ ৯৩ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৭২ হাজার টাকার বাদ্যযন্ত্র দিয়েছেন। যাতে রয়েছে খোল, কর্তাল, কাঁসা, সিনথেজার, ড্রামসেট সহ অন্যন্য সামগ্রী। তবে স্বপ্না দাস (পাল )এলাকায় নেশার বারবারন্ত নিয়ে উদ্দেগ প্রকাশ করেন। তিনি বলেন সবাইকে মারণ নেশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ যে ছেলেটা নেশা করছে সে আমার বা আপনার ছেলে। তাই নেশার বিরুদ্ধে প্রশাসনকে সাহায্য করতে আমাদের এগিয়ে আসতে হবে। তবেই নেশা কারবারিরা হাত গুটাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *