BRAKING NEWS

কোচবিহার ট্রফি : রাজ্যদল গঠনের প্রস্তুতি ম্যাচ চলছে জোর কদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।। প্রত্যেক ক্রিকেটারদের উপযুক্ত প্রশিক্ষণ এবং নিখুঁত বাছাইয়ের মধ্য দিয়ে রাজ্য দল গঠনের উদ্যোগ নির্বাচকদের। সে অনুযায়ী সিলেকশন ট্রায়াল তথা প্রস্তুতি ম্যাচ চলছে জোর কদমে। আজ, বুধবার থেকে ফের শিবিরের ক্রিকেটারদের অরেঞ্জ টিম, ব্লু টিম নামাকরণে দুদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। প্রস্তুতি ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে চূড়ান্ত দল গঠন করা হলেও জাতীয় ক্রিকেট আসরে ত্রিপুরা দল কবে যে যথোপযুক্ত সাফল্যের মুখ দেখবে তা বলার সাধ্যি নেই। কোচবিহার ট্রফির জন্য আসন্ন অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেটে অংশ নিতে ত্রিপুরা দলের প্রস্তুতি এবং সিলেকশন ট্রায়ালে ক্রিকেটাররা সেরাটা উজাড় করে দিতে চাইছে।  ইতোমধ্যে বাছাইকৃত ৪০ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রস্তুতি ম্যাচ খেলানো হচ্ছে। পর পর ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত বাছাইয়ে নির্বাচকরা নজর রাখছেন। প্রস্তুতি ম্যাচে আজ টস জিতে ব্লু টিম প্রথমে ব্যাটিং- এর সিদ্ধান্ত নেয়। প্রায় দিনভর খেলে ৭৪.৫ ওভারে ১৮৪ রানে ইনিংস শেষ করে। দু তিনজন বাদে ব্যাটিং সাফল্যে কাউকেই পাওয়া যাচ্ছে না। ওপেনার শশিকান্ত বিনের ব্যাটে ৪২ রান, সায়ন রায়ের ৩০ রান এবং তনয় মন্ডলের ৪৭ রান উল্লেখ করার মতো। অরেঞ্জ টিমের বোলারদের মধ্যে সম্রাট বিশ্বাস তিনটি দেবতনু পাল ও অর্কজিৎ রায় দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে অরেঞ্জ টিম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১২ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *