নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৬ নভেম্বর : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার আনন্দবাজারে পানীয় জলের সংকট দীর্ঘদিনের। পানীয় জলের সংকট দূর করার জন্য স্থানীয় প্রশাসন এবং নেতা বিধায়ক সহ অন্যান্যদের কাছে বারবার আবেদন নিবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত বাধ্য হয়েই পথ অবরোধে শামিল হয়েছেন এলাকার সাধারণ মানুষজন।
সোমবার সকাল থেকে অবরোধের ফলে যানবাহন আটকে পড়ে দুর্ভোগ চরম আকার ধারন করেছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে এলাকাবাসী মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনা ধর্মনগর মহকুমার আনন্দবাজার এলাকায়।
ক্ষোভের বহিঃপ্রকাশের ফলস্বরূপ সোমবার সকাল ১০টা নাগাদ এলাকাবাসী ধর্মনগর কৈলাশহর সড়কের আনন্দবাজার এলাকায় রাস্তা অবরোধে বসেন।
এলাকাবাসীর অভিযোগ আনন্দবাজারস্থিত রাজনগর এলাকায় দীর্ঘ ১০ দিন থেকে পানীয় জলের সরবরাহ বন্ধ। ফলে এলাকায় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে।
এলাকাবাসী স্থানীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করেও কোন কাজের কাজ কিছুই হয়নি। দপ্তর থেকেও সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসেনি বলে এলাকাবাসীর অভিযোগ।
অবশেষে এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছেন ধর্মনগর কৈলাসহর সড়ক অবরোধে বসার। দীর্ঘ সময় সড়ক অবরোধের ফলে উভয়দিকে যান-ঝঞ্ঝাট চরম রূপ নেয়। গাড়ির লম্বা লাইন দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। ফলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ,আসেন দপ্তরের আধিকারিকরা । জানা গেছে খুব শীঘ্রই সমস্যার সমাধানে দপ্তরের পক্ষ থেকে কার্যকরী ভূমিকা নেবে। এই আশ্বাস দিলে এলাকাবাসী রাস্তা অবরোধ মুক্ত করে।