মুম্বই, ২ নভেম্বর (হি.স.): এগিয়ে চলেছে ভারতের জয়রথ। ছটা ম্যাচ খেলে ছটাতেই জয়। আজ সপ্তম জয়ের সন্ধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। টানা ছয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে টিম ইন্ডিয়া । আজ জিতলেই পৌঁছে যাবে শীর্ষস্থানে স্থানে। অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থা খুব ভালো নয়। একের পর এক চোট আঘাতে জর্জরিত লঙ্কান শিবির। হারের হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন কুশল মেন্ডিসরা। মাঝে ঘুরে দাঁড়ালেও হারের পথে ফিরে এসেছে তারা। আগের ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছে। মাত্র চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে জায়গা হয়েছে পাথুম নিশঙ্কাদের। আজ ভারতের বিরুদ্ধে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই।
একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত মোট ৯টা ম্যাচ হয়েছে। এরমধ্যে ৪ বার জিতেছে টিম ইন্ডিয়া। আর ৪ বার জিতেছে শ্রীলঙ্কাও। একটি ম্যাচ অমীমাংসিত থেকে গিয়েছে। অর্থাৎ আজকের ম্যাচ যে সেয়ানে সেয়ানে লড়াই হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ভারত -শ্রীলঙ্কা একদিনের পরিসংখ্যান:
তবে যদি একদিনের ক্রিকেট ম্যাচের হিসেব কষতে হয়, তাহলে একটাই কথা বলতে হবে যে শ্রীলঙ্কার থেকে ভারতীয় ক্রিকেট দল অনেকটাই এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত এই দুটো দলের মধ্যে মোট ১৬৭টা ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট দল ৯৮টি ম্যাচে জয়লাভ করেছে। সেখানে শ্রীলঙ্কা জিতেছে মাত্র ৫৭টি ম্যাচে। একটি ম্যাচ টাই হয়ে যায়।

