আগরতলা,৷১৫ সেপ্টেম্বর : দুর্গোৎসবকে কেন্দ্র করে তৎপর আগরতলা পুরনিগম। শুক্রবার পুর নিগমের কনফারেন্স হলে প্রত্যেকটি ওয়ার্ড-এর কর্পোরেটরদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কমিশনার ডাঃ শৈলেশ কুমার যাদব, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।
এদিন মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, এদিন আলোচনায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত, ইতিমধ্যেই ইসরো চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ করতে সমর্থ হয়েছে। সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরো কে ধন্যবাদ জানানোর জন্য এক কর্মসূচী গ্রহণ করা হবে। সেই বিষয়ে এদিন আলোচনা হয়েছে। পাশাপাশি
বৈঠকে আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে রাস্তাঘাট, পানীয় জল সহ বিভিন্ন বিষয়ে এদিন আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিন বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে রাজ্যে একমাস ব্যাপী সাফাই অভিযান অনুষ্ঠিত হবে। তিনি বলেন, রাজ্যকে সুন্দর ও সুষ্ঠ রাখতে স্বচ্ছ ভারত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজ্যের প্রতিটি মহকুমার প্রতিটি স্থানে এক মাস ব্যাপী এই সাফাই অভিযান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মেয়র।