BRAKING NEWS

রাজ্যে প্রবেশের পথে আটক অবৈধ বার্মিজ সুপারি

আগরতলা, ১২ সেপ্টেম্বর।। ত্রিপুরায় বার্মিজ সুপারি নিষিদ্ধ সত্ত্বেও প্রতিনিয়তই নানা কৌশলে ত্রিপুরায় এসব সুপারি নিয়ে আসার প্রবণতা অব্যাহত রয়েছে। এ নিয়ে বহুবার প্রশাসনের সঙ্গে সুপারি উৎপাদনকারী ও ব্যবসায়ীদের আলোচনা হয়েছে।  প্রশাসন চেষ্টা করেও পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না । করিমগঞ্জ থেকে ধর্মনগরে বার্মিজ সুপারি নিয়ে আসার সময় অসম চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল সুপারী সহ দুই যুবক। ঘটনা মঙ্গলবার সকাল নয়টা নাগাদ। জানা যায়, অসমের করিমগঞ্জ থেকে টি আর-০৫-এফ-১৭৬৮ নম্বরের একটি পণ্যবাহী গাড়িতে করে একশো কার্টুন ডিমের সঙ্গে এই অবৈধ বার্মিজ সুপারীগুলি পাচারের চেষ্টা করা হয়। অসম চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি করে এই অবৈধ বার্মিজ সুপারিগুলো আটক করে। পঞ্চাশ কেজি করে দশ বস্তা  সুপারী ছিল গাড়িটিতে। যার কালোবাজারি মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানা গেছে। সঙ্গে আটক করা হয়েছে অবৈধ দুই বার্মিজ সুপারীর ব্যবসায়ীকে। তাদের নাম জূলফিকর আলী ও প্রসেনজিৎ দেব। দুজনের বাড়ি ত্রিপুরার চুরাইবাড়ি থানাধীন নদিয়াপুর-শনিছড়া গ্ৰামের ২নং ওয়ার্ডে। পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে বাজারিছড়া পুলিশের হাতে তুলে দেয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *