BRAKING NEWS

প্রতারণার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী

বোলপুর, ১০ সেপ্টেম্বর (হি. স.) : শেয়ার মার্কেটের নামে কোটি কোটি টাকার প্রতারণা করে গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী ঈশিতা শীল। এদিন ভোরে পশ্চিম গুরুপল্লীর একটি বাড়ি থেকে বোলপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে৷ প্রসঙ্গত, ৩ ফেব্রুয়ারি এই ছাত্রীর দাদাকে একই মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। বোলপুরে প্রায় ১৫০ জন যুবকের কাছ থেকে ৩০ কোটি টাকা তুলেছিল তারা।

৩ ফেব্রুয়ারি বোলপুরে একটি নতুন চিটফাণ্ড সংস্থার পর্দা ফাঁস হয়েছিল ৷ এস এস কনসালটেন্সি নামে একটি সংস্থা তৈরি করে খোলা বাজার থেকে কমপক্ষে ৩০ কোটি টাকা তুলেছিলেন। দায়ের হওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে সংস্থার কর্ণধার শুভ্রায়ণ শীলকে গ্রেফতার করেছিল বোলপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বোলপুরের প্রায় ১৫০ জন যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা করে তোলা হয়েছে শেয়ার মার্কেটের নামে । বাড়তি মুনাফার লোভ দেখিয়ে বোলপুরের বুকে একটি বড়সড় চিটফাণ্ড সংস্থা গড়ে তোলা হয়েছিল ।

এবার ওই সংস্থার কর্ণধার শুভ্রায়ণ শীলের বোন ইশিতা শীলকে গ্রেফতার করল পুলিশ। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রী সে। আগেই তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ৷ এতকাল গা ঢাকা দিয়ে ছিল সে। এদিন ভোরে পশ্চিম গুরুপল্লীর একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করে । ধৃতকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের হেফাজতের নির্দেশ দেন৷
উল্লেখ্য, এই চিটফাণ্ড সংস্থা বেশ কিছুদিন ধরে বোলপুর শহরে জাঁকিয়ে বসেছিল৷ খোলাবাজার থেকে টাকা তুলে দামি গাড়ি, মোবাইল সহ প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে দেখা যেত ভাই-বোনকে৷ রাতারাতি তাদের জীবন যাপনের ধরন বদলে যাওয়া চোখে পড়েছিল সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *