ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি জুনিয়রদেরও ট্রায়াল ক্যাম্প চলছে। এদিকে, অনূর্ধ্ব ১৬ বালক ক্রিকেটারদের থেকে বাছাইকৃত ৫৪ জনকে নিয়ে ট্রায়াল ক্যাম্প শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর থেকে।
ট্রায়াল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো : ইমন পাল, অয়ন রায়, মিমন দাস, কিষান সরকার, অভ্রজিৎ দাস, নীল দেববর্মা, ঈশ্বরজিৎ নাগ, ছানোয়ার হোসেন, শুভম দেবনাথ, রনি রুদ্রপাল, সুব্রত চক্রবর্তী, জয় চক্রবর্তী, আফতাব চৌধুরী, আরিয়ান দেববর্মা, সাগর দেবনাথ, অর্কজিৎ সাহা, নবজিৎ কর, অতনু রায়, সোমরাজ দে, নিতীশ কুমার সাহানি, সোম্রাংশু পাল, শাহিন জামান চৌধুরী, অমিত সরকার, উজ্জ্বয়ন বর্মন, তোজিম দেওয়ান, রুবেল আহমেদ, সুপ্রতীম দেবনাথ, আকাশ সরকার, জয়দীপ দত্ত, অরিপ মিয়া, আয়ুষ দেবনাথ, সাগর দাস, নয়ন মিয়া, সুজিত হৃষিদাস, রাহুল দেবনাথ, অংশুমান নন্দী, মহিন চৌধুরী, নয়নমণি ভট্টাচার্য, অংকিত দাস, ময়ুখ চক্রবর্তী, পিনাক দেব, দীপ দেব, শঙ্খনীল সেনগুপ্ত, অর্ঘদীপ চৌধুরী, রিয়াদ হোসেন, অর্জুন চক্রবর্তী, সঞ্জয় শীল, সুরজিৎ দেববর্মা, যথার্থ সিংহ, অদিতি দে, গৌরব রাজ সাহা, দেবজ্যোতি পাল, হৃদয় নমঃ, রিয়াদ আহমেদ আরমান। সাপোর্ট পার্সোনেল হলেন: হেড কোচ- রাজর্ষি রায় চৌধুরী, কোচ – ড. পল্লব দাশগুপ্ত, কোচ সুবল চৌধুরী, বিশ্বজিৎ দে, ফিজিও সোহাগ চন্দ্র সাহা, ট্রেনার অজয় পাল, বাপী বিশ্বাস । বাছাইকৃত সকলকে ২ সেপ্টেম্বর বিকেল চারটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে টিসিএ-র সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।