ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।।জয়ের ধারা অব্যহত রাখতে আজ মাঠে নামছে রামকৃষ্ণ ক্লাব। প্রতিপক্ষ টানা ২ ম্যাচে পরাজিত জুয়েলস অ্যাসোসিয়েশন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে কৌশিক রায়ের রামকৃষ্ণ ক্লাব। তবে ঘুরে দাড়াতে মরিয়া আবু তাহেরের জুয়েলস অ্যাসোসিয়েশন। বুধবার সকালে অনুশীলন শেষে রামকৃষ্ণ কোচ কৌশিক রায় বলেন,”জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। জুয়েলস পর পর দুই ম্যাচে হারলেও যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তাই বিপক্ষ দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি আমরা। এবং সেরা একাদশই মাঠে নামাবো আমরা। লক্ষ্য ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে লিগে এগিয়ে যাওয়া”। পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছেন জুয়েলসের ফুটবলাররা। কিন্তু একটি জয়ই দলীয় ফুটবলারদের মনোবল বাড়াতে পারবে বিশ্বাস করেন জুয়েলস কর্তারা। সেই লক্ষ্যে গোটা দলের ফুটবলারদের উৎসাহ দিয়ে চলছেন ক্লাব কর্তারা। কোচ আবু তাহের বলেন,”প্রাথমিক ব্যর্থতা ভুলে আজ ছেলেরা ঘুরে ধাড়াবেই। প্রতিটি ফুটবলারই প্রতিজ্ঞাবদ্ধ”। ফুটবলপ্রেমীরা আশা করছেন, আজ ভালো খেলা দেখতে পারবেন।