বর্ধমান, ৩০ আগস্ট (হি. স.) : পূর্ব বর্ধমানের জামালপুর থানার অধীন বিশ্বাস পাড়ায় সেপটিক ট্যাংকের ভিতরে নেমে সেন্টারিংয়ের কাঠ খুলতে গিয়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। গুরুতর অসুস্থ আরও এক শ্রমিক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে । পুলিশ মৃত শ্রমিক সোয়েদ আলীর দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। শারীরিক অবস্থা খারাপ থাকায় অপর শ্রমিক নাজিম মল্লিককে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে অতনু ঘোষ নামে এক শিক্ষক জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিশ্বাস পাড়ায় বসবাস করেন। নিজের বাড়ির এক জায়গায় তিনি কয়েকদিন আগে রাজমিস্ত্রি দিয়ে সেপটিক ট্যাঙ্ক তৈরি করান। স্থানীয় হিরন্য গ্রামের দুই শ্রমিক এদিন বেলায় ওই শিক্ষকের বাড়িতে যান সেপটিক ট্যাঙ্কের ঢালাইয়েয় তক্তা খোলার জন্য। দুপুর নাগাদ সোয়েদ আলী সেপটিক ট্যাঙ্কের ভিতরে নেমে ঢালাইয়ের পাটা খোলার কাজ শুরু করেন। কিছু সময়ের মধ্যে সেপটিক ট্যাঙ্কের ভিতরে সোয়েদ নিস্তেজ হয়ে পড়েন। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় অপর শ্রমিক নাজিম মল্লিক সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন। তিনিও শারীরিক ভাবে অসুস্থতা অনুভব করে আর্ত চিৎকার শুরু করেন। তা শুনে ওই শিক্ষক সহ প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে দুই শ্রমিককে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোয়েদ আলীকে মৃত বলে ঘোষণা করেন। শারীরিক অবস্থা সংকটজনক থাকায় অপর শ্রমিক নাজিম মল্লিককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।