ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।। আগামীকাল, জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের সঙ্গে রাজ্যেও বিভিন্নভাবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে ব্যাপক আয়োজন রয়েছে আগরতলায়ও। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, ত্রিপুরা সরকারের উদ্যোগে হকির জাদুকর কিংবদন্তি মেজর ধ্যানচাদের জন্ম দিবসে উনাকে স্মরণ করার উদ্দেশ্যে আগামীকাল সকাল ৮ টায় উমাকান্ত সুইমিংপুল প্রাঙ্গনে রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হবে। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। সম্মানিত অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি. কে চক্রবর্তী, অর্জুন পুরস্কার বিজয়ী জিমন্যাস্ট মন্টু দেবনাথ, দ্রুনাচার্য পুরস্কার বিজয়ী কোচ বিশ্বেশ্বর নন্দী, অলিম্পিয়ান জিমন্যাস্ট মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বিজয়ী পদ্মশ্রী ড. দীপা কর্মকার প্রমুখ। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য অনুষ্ঠানে পৌরহিত্য করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।