ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।।প্রত্যাশিতভাবেই। রাজ্য সেরা হলো মেট্রিক্স চেস আকাদেমির মেহেকদ্বীপ গোপ এবং আরাধ্যা দাস। রাজ্য অনূর্ধ্ব-১১ দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী রাজ্য আসর শেষ হলো রবিবার। বালক বিভাগে প্রত্যাশিতভাবেই রাজ্য সেরার সম্মান পায় গেলো বছর ইন্দোরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-৯ বিভাগে ১৯ তম স্থান পাওয়া মেহেকদ্বীপ। এবারের আসরে ৫ রাউন্ডে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মিটন গোপের একমাত্র ছেলেটি। শেষ রাউন্ডে মেট্রিক্সের অপর দাবাড়ু প্রাঞ্জল দেবনাথের মুখোমুখি হয় মেহেকদ্বীপ। দুজনের ম্যাচটি শেষ হয় অমিমাংশিতভাবে। ফলে ৫ রাউন্ড শেষে মেহেকদ্বীপ এবং প্রাঞ্জলের পয়েন্ট দাড়ায় সাড়ে ৪। পের ভোকলসে প্রাঞ্চলকে পেছনে ফেলে সেরার সম্মান পায় মেহেকদ্বীপ। প্রাঞ্চল দ্বিতীয় স্থান দখল করে। ওই বিভাগে তৃতীয় থেকে পঞ্চম স্থান দখল করে যথাক্রমে আদ্রুশ কর্মকার, শাক্য সিনহা মোদক এবং মেট্রিক্স চেস আকাদেমির রুদ্রনীল দেবনাথ। বালিকা বিভাগে প্রত্যাশিতভাবেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আরাধ্যা দাস। ৪ রাউন্ডে পুরো ৪ পয়েন্ট পেয়ে। ৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় থেকে চতুর্থ স্থান দখল করে যথাক্রমে অঙ্কিতা সরকার, নীলাক্ষি দেবনাথ এবং অদ্রিজা সাহা। ২ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করে নাভ্যা দে। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়। এদিকে ১-৬ অক্টোবর অন্ধ্রপ্রদেশে হবে জাতীয় অনূর্ধ্ব-১১ দাবা প্রতিযোগিতা। রাজ্য আসরে দুই বিভাগে প্রথম দুই স্থানাধিকারী দাবাড়ু জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করলো। ফলে মেহেকদ্বীপ, প্রাঞ্জল, আরাধ্যা এবং অঙ্কিতা জাতীয় আসরে ত্রিপুরার হযে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলো।