BRAKING NEWS

আবু খায়েরকে ক্ষমা চাইতে বলল তিপ্রা মথার যুব সংগঠন

আগরতলা, ২০ আগস্ট।। আবু খায়ের মিয়া সামাজিক মাধ্যমে যে বক্তব্য রেখেছেন তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানালো তিপ্রা মথা দলের যুব সংগঠন। পাশাপাশি তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তারা। রবিবার বক্সনগর তিপ্রা ইয়ুথ ফেডারেশনের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সেক্রেটারি সঞ্জিত দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট বিনয় দেববর্মা সহ অন্যান্যরা। এদিন সাংবাদিক সম্মেলনে তারা জানান, দলের তরফ থেকে এখনো উপ নির্বাচনে তারা কোন দলকে সমর্থন করা হবে সেই বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। ফলে তিপ্রা মথা দলের বিজিত প্রার্থী আবু খায়ের মিয়ার বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। তিনি দলের ঊর্ধ্বে গিয়ে এধরনের মন্তব্য করতে পারেন না। তাই অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলা হয়। উল্লেখ্য শুক্রবার আবু খায়েরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তারপরেই শুরু হয় রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। উল্লেখ্য ২৪ ঘণ্টার মধ্যেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। আগামী ৬ মাসের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি সব ধরনের প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। শনিবার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা একথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *