শিমলা, ১৮ আগস্ট (হি.স) : হিমাচল প্রদেশের বিপর্যয়ের জন্য ছত্তিশগড় সরকারের তরফে সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু তাদের ধন্যবাদ জানিয়েছেন।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শুক্রবার বলেন, ছত্তিশগড় রাজ্য সরকার হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে যে দুর্যোগ তৈরি হয়েছে তার মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ছত্তিশগড় সরকার, হিমাচলকে দুর্যোগের জন্য ত্রাণ তহবিল হিসাবে ১১ কোটি টাকা দান করেছে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই সহায়তা দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্থ মানুষরা এই সাহায্যে পেয়ে খুবই উপকৃত হবে। তিনি আরও বলেন, অতিবৃষ্টির কারণে রাজ্যে দশ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও পুনর্বাসনের কাজ চালাচ্ছে।তিনি সমস্ত সাহায্যকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।