আগরতলা, ১৩ আগস্ট : স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃক্ষরোপণ, স্বচ্ছ ভারত অভিযান এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে রবিবার রাজধানী আগরতলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে আগরতলা পুর নিগমের ২৪ নং ওয়ার্ডের ২৮ নং বুথের কল্যাণী এলাকায় এক স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত হয়।
উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় কাউন্সিলর এবং বিজেপি কর্মী সমর্থকরা। প্রদেশ বিজেপির সভাপতি এ ধরনের কর্মসূচি জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। তিনি বলেন আজকে সারা রাজ্যে স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে কার্যকর্তা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ এই কর্মসূচি গুলির মধ্যে অংশ নিয়েছে বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি। এদিকে বনমালীপুর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ডল সভাপতি। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। অপরদিকে ৯ বনমালীপুর যুব মোর্চার পক্ষ থেকে তিরঙ্গা রেলির আয়োজন করা হয়। বিধানসভার বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন বাইক মিছিলটি। বাইক মিছিলের সামনের সারিতে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান প্রধানমন্ত্রী আহ্বানে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে যুব মোর্চা এই মিছিলের আয়োজন করেছে।