পাথারকান্দি (অসম), ৩১ জুলাই (হি.স.) : পাথারকান্দিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে আজ সোমবার ইসলামিক ছাত্র সংস্থা এমএসএফ-নেতা বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের সাথে দেখা করে তাঁর হাতে এক স্মারকপত্র তুলে দিয়েছেন।
স্মারকপত্রে তাঁরা লিখেছেন, গত প্রায় এক মাস ধরে পাথারকান্দিবাসী এপিডিসিএল কর্তৃপক্ষের অনীহা ও নানা অজুহাতের শিকার। অসহ্য গরমেও অতিরিক্ত লোডশেডিংয়ে চরম দুর্দশায় ভুগতে হচ্ছে এলাকার নিয়মিত বিদ্যুৎ গ্রাহকদের। পাশাপাশি বিদ্যুতের লুকোচুরিতে ছাত্রছাত্রীদের পড়াশোনারও চরম ব্যাঘাত হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এমএসএফ-এর কর্মকর্তারা। জেলাশাসকের হাতে স্মারকপত্র তুলে দেওয়ার সময় দলে ছিলেন সংগঠনের পদাধিকারী কাইজার হুসেন, জয়নাল উদ্দিন, রইসুল হক প্রমুখ।