BRAKING NEWS

মেলারমাঠে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷  মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ মেলার মাঠের ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে এই অনুষ্ঠান উনি শোনেন৷মন কি বাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আজকের এপিসোডে যে যে কথাগুলি প্রধানমন্ত্রী বলেন বিশেষ করে নেশা মুক্ত সমাজ গঠন নিয়ে তা মুখ্যমন্ত্রী তুলে ধরেন৷রাজ্য  সরকার রাজ্যকে নেশা মুক্ত করার জন্য যেভাবে অভিযান শুরু করেছে তা তিনি তুলে ধরেন৷ পাশাপাশি সাংবাদিকদের প্রশ্ণোত্তরে টি সি এর অচল অবস্থা নিয়ে উনি জানান রাজ্য সরকার এব্যাপারে হস্তক্ষেপ করবে না৷টিসি এর ব্যাপার হচ্ছে ক্লাব গুলি নিয়ে৷ কাজেই রাজ্য সরকার এখানে কোন হস্তক্ষেপ করবে না৷ তবে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে অবশ্যই রাজ্য সরকার সেই দিকটা দেখবে৷ পরবর্তীতে মুখ্যমন্ত্রী ওনার ক্লাব ফ্রেন্ডস ইউনিয়ন যেখানে উনি ব্যাডমিন্টন অনুশীলন করতেন সেখানে গিয়ে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেন৷ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে এলাকার মানুষজন দারুন খুশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *