হাইলাকান্দি (অসম) ২৮ জুলাই (হি.স.) : দেশভক্ত তরুণরাম ফুকনের ৮৪ তম প্রয়াণ দিবসে হাইলাকান্দিতেও শুক্রবার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এই উপলক্ষে হাইলাকান্দির জেলা আয়ুত্তের কার্যালয়ে আধিকারিক ও কর্মচারীরা তরুণরাম ফুকনের প্রতিকৃতিতে মাল্য দান করেন। জেলা আয়ুক্তের কার্যালয়ে এডিসি জ্যোতির্ময় দৈমারি দেশভক্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।জেলার অন্যান্য সরকারি কার্যালয়ে গুলিতেও অনুরূপভাবে দেশ ভক্তের প্রতিকৃতিতে মাল্য দান করে দেশভক্তি দিবস পালন করেন।