BRAKING NEWS

এক ঘণ্টার বৃষ্টিতে মথুরা ও বৃন্দাবনসহ জলমগ্ন বহু এলাকা

মথুরা, ২৮ জুলাই (হি.স.) শুক্রবার বিকেলে ইন্দ্রদেব শ্রী কৃষ্ণের নগরে তাঁর আশীর্বাদ বর্ষণ করেন। এতে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেয়েছেন মানুষ। কিন্তু টানা বর্ষণে নগরীর প্রধান সড়ক ও সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ে। অন্যদিকে, মথুরা বৃন্দাবনের ৬০টিরও বেশি এলাকা জলমগ্ন।

মথুরায় তিন দিন ধরে আর্দ্র তাপ। শুক্রবার মেঘলা থাকলেও এখানে গরম ছিল। শুক্রবার বিকেলে আবহাওয়া পাল্টে যায় এবং বিকেল ৪টার দিকে বৃষ্টি শুরু হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টি হয়েছে, আর্দ্র তাপ থেকে জনগণকে স্বস্তি দিয়েছে। বৃষ্টির কারণে এখানকার মানুষ আর্দ্র গরম থেকে স্বস্তি পেলেও জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়তে হয়েছে। মথুরায় কানকালি, ভুতেশ্বর তিরাহা, নতুন বাস স্ট্যান্ড, ডরি বাজার, স্বামী ঘাট এলাকায় জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়তে হয়েছে। মথুরায় জলাবদ্ধতার পরিস্থিতি এমন ছিল যে অনেক এলাকায় দুই থেকে তিন ফুট জল ভরে গেছে।

জলাবদ্ধতার কারণে ভুতেশ্বর তিরাহার কাছে রেল সেতুর নিচ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এখানে শিশুদের বৃষ্টির জলে স্নান করতে দেখা গেছে। এই অবস্থা ছিল কানকালি এলাকায়। এখানে দুই থেকে তিন ফুট পর্যন্ত জল ভর্তি ছিল। বৃন্দাবনেও জলাবদ্ধতা দেখা গেছে। বৃষ্টির কারণে এখানকার রাধা নিবাস, রঙ্গনাথ মন্দির এলাকা জলমগ্ন রয়েছে। এখানকার কাশীরাম কলোনিতে প্রবল বর্ষণে তিনটি বারান্দা ভেঙে পড়ে। এটা সম্মানের বিষয় যে এই সময়ের মধ্যে কোন দুর্ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *