BRAKING NEWS

মহারাষ্ট্রের চন্দ্রপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, ৭ জন আহত


মুম্বই, ২৭ জুলাই (হি. স.) : মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবিরাম বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষণসহ জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ছয়জন নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন। দগ্ধদের জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চন্দ্রপুর জেলার চারটি স্থানে বজ্রপাতে পাঁচজন মহিলাসহ ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। বুধবার জেলা সদর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে সিন্দেওয়াহি তহসিলের দেলনওয়াদি গ্রামে, ধানক্ষেতে কাজ করা ৪৫ এবং ৪৭ বছর বয়সী দুই মহিলা বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ৩৩ বছর বয়সী অপর এক মহিলা দগ্ধ হয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একইভাবে, ব্রহ্মপুরী তহসিলের বেতলা গ্রামে বজ্রপাতে কোরপানা তহসিলের একজন ৩৫ বছর বয়সী মহিলা এবং একজন কৃষক প্রাণ হারিয়েছেন। গন্ডপিপরি তহসিলে বজ্রপাতে ৩৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। পভূর্ণা তহসিলের ভেলওয়া মাল গ্রামে একটি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে অন্য একজন মহিলা নিহত এবং ছয়জন আহত হয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেটের দল এসব ঘটনা পরিদর্শন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *