নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদার দাবিতে পশ্চিম জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল বাঙালি ছাত্র যুব সমাজ৷ পরে পশ্চিম জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন প্রতিনিধি দল৷ উপস্থিত সংগঠনের রাজ্য সম্পাদক গৌতম দেব জানান, কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতিতে বাংলাকে ব্রাত্য করে তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালম, ওড়িয়া ও সংসৃকত ভাষাকে ধ্রুপদী ভাষার অর্নভুক্ত করা হয়৷
নয়া শিক্ষানীতি অনুযায়ী আগামীদিনে শিক্ষা পাঠ্যক্রম চালু হলে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড সহ বাঙালি অধ্যুষিত অঞ্চলে পঞ্চম শ্রেণীর পর চলে যাবে৷ মাতৃভাষা বাংলায় পঠন পাঠনের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাভাষাভাষী ছাত্র-ছাত্রাদের বিদ্যাচর্চা, উচ্চশিক্ষা গ্রহণ সহ কর্মসংস্থানের জন্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা মোকাবিলা করা খুবই দুরূহ হয়ে পড়বে৷ ফলে আনার্জন থেকে কর্মসংস্থান সবদিক দিয়েই ভবিষ্যতে এদেশে বাঙালীরা বঞ্চনার শিকার হবে৷
অথচ বাংলা ভারত তথা বিশ্বের মধুরতম, শ্রেষ্ঠ ও আন্তর্জাতিক ভাষা৷ যে ভাষায় ১৯১৩ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় উপমহাদেশে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন৷ ভারত, বাংলা সহ গোটা বিশ্বে বর্তমানে প্রায় ৪০ কোটি বাঙালির মাতৃভাষা বাংলা৷ তাই বাংলা ভাষা প্রসারের জন্য বিদ্যালয়স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সর্বস্তরে বাংলার বিষয় শিক্ষক নিয়োগ করতে হবে৷ কোর্ট-কাছারী, ব্যাংক, পোষ্ট অফিস, রেল-বিমান পরিষেবা সর্বত্র বাংলা ভাষার প্রয়োগ করতে হবে৷ জয়েন্ট এন্ট্রান্স থেকে কর্মপ্রাপ্তির জন্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ণপত্র ও উত্তরদানের ব্যবস্থা বাংলার অঞ্চলে বাংলা ভাষায় করতে হবে৷ আরো দাবি করেন অবিলম্বে বিভিন্ন দপ্তরের সমস্ত শূন্যপদগুলি পূরণ করতে হবে৷