BRAKING NEWS

কাছাড়ের কাটিগড়ায় গ্ৰেফতার কুখ্যাত ছয় ডাকাত

কাটিগড়া (অসম), ২৬ জুলাই (হি.স.) : দক্ষিণ অসমের বরাক উপত্যকায় বিভিন্ন সময় সংগঠিত চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কাছাড় জেলার কাটিগড়া থানার পুলিশ।

কাটিগড়া থানার ওসি জোসেফ কেইবমের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ আজ বুধবার তিনটিকরি ও সরিষাকুড়ি এলাকা থেকে তাদের পাকড়াও করতে সক্ষম হয়েছে। পুলিশের হাতে ধৃত ছয় ডাকাত যথাক্রমে শরিফ উদ্দিন, আরিফুল ইসলাম, আব্দুল হাসান, সারিমুল ইসলাম, আলি নূর এবং সেলিম উদ্দিন।

ওসি জোসেফ কেইবম জানান, ধৃত ছয়জনকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সূত্র ধরে আরও চোর-ছিনতাইবাজ ও ডাকাত ধরা পড়ার সম্ভাবনা ব্যক্ত করেছেন তিনি।

ধৃতদের বিরুদ্ধ অভিযোগ, ৬ নম্বর জাতীয় সড়কে ত্রাসের সৃষ্টি করেছিল ধৃত ডাকাতের দলটি। কাটিগড়ার নানা স্থানে তাদের হানাদারিতে সর্বস্ব খোয়াচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা। গত চার দিন আগে হিলাড়া রেলগেট সংলগ্ন জাতীয় সড়কে কন্টেইনার গাড়িতে লুটপাট চালায় ডাকাতের দল। ডাকাত দলের শিকার হয়েছিলেন গুয়াহাটির বাসিন্দা সুশীল রাভা নামের এক ব্যক্তি।

জানা গেছে, গুয়াহাটি থেকে এনএল ০১ কিউ ৮০০৩ নম্বরের একটি কন্টেইনার গাড়ি নিয়ে রওয়ানা হয়েছিলেন চালক সুশীল রাভা। সোমবার ভোররাত প্রায় আড়াইটে নাগাদ কাটিগড়ার হিলাড়া রেলগেটের সামনে এসে গাড়ি থামিয়ে বিশ্রাম করছিলেন তিনি। হঠাৎ অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ জন দুষ্কৃতী হাতে ধারালো অস্ত্র নিয়ে এসে তাঁর গাড়িতে ওঠে বলপূর্বক সুশীল রাভাকে নীচে নামায়। ধারালো অস্ত্র দেখিয়ে তাকে প্রাণে মারার হুমকি দিয়ে তার কাছ থেকে নগদ দু হাজার টাকা, মোবাইল থেকে ফোন-পে করে আরও তিন হাজার টাকা এবং পরে ওই মোবাইল ফোনের হ্যান্ডসেটও ছিনিয়ে নিয়ে যায় ডাকাতের দল।

এর পর চালক সুশীল রাভা কাটিগড়া থানায় এক এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে এক মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে আজ বুধবার আটক করে ছয় ডাকাতকে।

অন্যদিকে কয়েকদিন আগে কাটিগড়ার গোবিন্দপুর এলাকার জনৈক করুণাময় দাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। ৬ নম্বর জাতীয় সড়কের ওপর ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ায় কাটিগড়া পুলিশও রীতিমতো সংকল্পবদ্ধ হয় ডাকাত দলকে যে কোনওভাবে পাকড়াও করতে হবে। শেষ পর্যন্ত তাঁরা সক্ষমও হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *