নিশিগঞ্জ, ২৭ জুলাই (হি.স.) : কোচবিহারের খাপাইডাঙ্গার যৌন নির্যাতনে কিশোরীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বুধবার নিশিগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চার কর্মীরা।
গত ১৮ জুলাই খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালজানির বাসিন্দা ১৪ বছরের ওই কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতারর করেছে পুলিশ। বুধবার এমজেএন মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই কিশোরীর। এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও রাজ্যে নারীদের সুরক্ষা নেই এই অভিযোগ তুলে পথে নামেন বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা। কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়ক প্রায় আধ ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা। পরে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেন।