দুর্গাপুর, ২৫ জুলাই (হি. স.) : ‘একেই বলে, রাখে হরি তো মারে কে?’ সিআইএসএফ জওয়ানদের নজর এড়িয়ে স্টোর রুমে গিয়ে চুরি! তবে শেষ রক্ষা হয়নি। তার খাঁচায় মাথা গলিয়ে ফেঁসে গেল। খাঁচায় মাথা আটকে ৮ ঘন্টা ঝুলে রইল চোর। সকালবেলা সিআইএসএফের নজরে পড়তে উদ্ধার হয় ওই চোর। সোমবার রাত্রে এমনই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে সেইলের দুর্গাপুর ইস্পাত (ডিএসপি) কারখানার একটি ষ্টোর রুমে।
আপাতত ওই বমাল যুবক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আলতাব আলি, দুর্গাপুর মেইনগেট সংলগ্ন রাজানগরের বাসিন্দা। ঘটনায় জানা গেছে, সোমবার গভীর রাতে ডিএসপির ট্রেনিং ইন্সটিটিউটের পাশে সিএইচআরডির একটি স্টোর রুমে চুরি করতে ঢুকেছিল। তারের খাঁচা কেটে মাথা গলিয়ে ঢুকতে গিয়ে ঘটে বিপত্তি। মাথা গলিয়ে আর বের করতে না পারায় আটকে পড়ে। বেগতিক বুঝে প্রান বাঁচতে চিৎকারও করে। কিন্তু তার আর্তনাদ পাহারারত জওয়ানদের কানেও পৌঁছায়নি। ফলে ওই অবস্থায় ঝুলে থাকে। সকাল হতেই বিষয়টি নজরে পড়ে সিআইএসএফ জওয়ানদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডিএসপির আধিকারিকরাও। প্রায় ৮ ঘন্টা পর আটকে থাকা ওই যুবক উদ্ধার হয়। সেখান থেকে অসুস্থ অবস্থায় তাকে কারখানার হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে, কারখানার নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। যেখানে, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) মোতায়ন রয়েছে কারখানার সুরক্ষায়। সেখানে, নিরাপত্তা বেষ্টনী টপকে কিভাবে ঢুকল দুস্কৃতী? যদিও ডিএসপি র মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় জানান,” ধৃত দুস্কৃতীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”