BRAKING NEWS

গন্ডাছড়াদ্দ বেহাল মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ গন্ডাছড়া মহকুমারীর দীর্ঘদিনের বেহাল মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং৷ তিপ্রা মথা দলের৪৪রাইমাভ্যালি শ্রীমতি  নন্দিতা দেববর্মা  গন্ডাছড়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন৷  হাসপাতাল পরিদর্শনকালে ক্ষোভ প্রকাশ প্রকাশ করে জানান যে গন্ডাছড়া মহকুমায়  জনজাতি প্রায় ৭০ হাজার লোক  বসবাস করেন৷ ধলাই জেলার মধ্যে এই  মহকুমা কি সবচেয়ে পিছিয়ে পড়া৷  এলাকাবাসীর চিকিৎসার জন্য এই হাসপাতালটি একমাত্র হাসপাতাল৷ ৩৫ বছরের  পুরানো এই হাসপাতাল মেরামতের কোন নাম গন্ধ নেই৷ বাম আমল থেকে রাম আমল পর্যন্ত  একই অবস্থা৷ কখন ছাদ ভেঙে পড়বে, কখন  ওয়ার্ড ধসে পড়বে তার কোন ঠিক নেই৷ নেই কোন সময় হাসপাতালে অঘটন ঘটে যেতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন৷ চিকিৎসা করতে এসে হাসপাতালের বেহাল দশা দেখে অসুস্থরা আরও অসুস্থ হয়ে পড়ছেন৷ ভয়ে চিকিৎসকরা চিকিৎসা করছেন আতঙ্কে৷ অজানা আতঙ্ক তাড়া করছে সিস্টারদের৷শুধু আতঙ্ক কখন হাসপাতালে  সাদ ও দেওয়ালের পলেস্তারা  তাদের উপর পড়বে৷ পরিণত হয়ে যাবে ধবংসের স্তূপ৷ ভর্তি হওয়ার রোগীরা সুস্থ হয়ে  বাড়িতে যেতে পারবেন না৷ এই ভয়ে সিস্টার থেকে চিকিৎসক হাসপাতালে  আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন৷ গন্ডছাড়া মহকুমারবাসীর অভিযোগ বর্তমান সরকারের পাঁচ বছর আমরা তিন তিনজন স্বাস্থ্যমন্ত্রী  দেখেছি৷ বর্তমান এক বছরে আমরা একজন স্বাস্থ্যমন্ত্রী দেখেছি৷ অভিযোগ  গন্ডাছড়াবাসীর ভাগ্যে জোটেনি  একজন স্বাস্থ্য মন্ত্রীর এই বেহাল  হাসপাতালটি দেখার৷ আজ বিজয়ীকা নন্দিতা দেববর্মা রিয়াং  বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর কাছে অনুরোধ করেন যে দীর্ঘদিনের এই বেহাল   হাসপাতালের সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *