গুয়াহাটি, ২৫ জুলাই (হি.স.) : মণিপুর প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঠুকেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেছেন শুধু মণিপুর কেন? বাংলা ও রাজস্থানের কথাও বলুন।
আজ মঙ্গলবার তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘ইন্ডিয়া অ্যালায়েন্স’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটূক্তির জবাব দিয়েছেন। টুইটারে ড. শর্মা বিরোধীদের আলোচনার দাবিকে ‘সহজাত পক্ষপাতিত্ব’ বলে অভিহিত করে বলেছেন, বিরোধী ‘ইন্ডিয়া’ (আই.এন.ডি.আই.এ) জোট শুধুমাত্র মণিপুর ইস্যুতে কথা বলে। অথচ বিজেপির আনুগত্য ‘ভারত’-এর প্রতিটি নাগরিকের প্রতি, তা মণিপুর হোক বা রাজস্থান কিংবা পশ্চিমবঙ্গ কিংবা অসম। টুইটারে তিনি আরও লিখেছেন, ‘ভারত’ জিতবে এবং তাঁকে জিততেই হবে।
প্রসঙ্গত, এর আগে একটি টুইটে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেছিলেন, ‘আপনি যা খুশি আমাদের বলতে পারেন মিস্টার মোদী। আমরা আই.এন.ডি.আই.এ (‘ইন্ডিয়া’)। আমরা মণিপুরকে সুস্থ করতে এবং প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল মুছতে সাহায্য করব। আমরা সমস্ত মানুষের জন্য ভালোবাসা এবং শান্তি ফিরিয়ে আনব। আমরা মণিপুরে ভারতের ধারণা পুনর্নির্মাণ করব।’ রাহুলের এই টুইটের জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।