নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ ধর্মনগর মহকুমার শনিছড়ার মহাদেব তপস্থলী বৈদিক আশ্রম এবং গুরুকুলে মনিপুরী হিন্দু মহাসভার উদ্যোগে দুইজন শহীদকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় এবং তাদেরকে নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়৷ উল্লেখ্য ,শহিদ হরি কুমার সিনহা এবং শহীদ নির্মলকান্ত সিনহা ১৯৯৫ সালে কাশ্মীরে দেশের জন্য শহীদ হয়েছিলেন৷ তাদের আত্ম বলিদান এর কাহিনীকে সামনে রেখে ধর্মনগর মহাকুমার শনিছড়ার মহাদেব তপস্থলী বৈদিক আশ্রম এবং গুরুকুলে এক অনুষ্ঠান সম্পন্ন হয়৷ এই অনুষ্ঠানে প্রোগ্রাম কো অর্ডিনেটর হিসাবে উপস্থিত ছিলেন অরঞ্জিতা শর্মা, তাছাড়া আগরতলা ভোলাগিরি ব্যাগ বিদ্যালয়ের শিক্ষক দিব্যেন্দু দাস ও একলব্য পরিসর আগরতলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিকাশ সরকার উপস্থিত ছিলেন৷ তবে এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রানা সিনহা৷ এই রানা সিনহার ঐকান্তিক প্রয়াসে আজকের শহীদদের নিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়৷ তাছাড়া উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী নির্মল সিনহা৷ এখানকার গুরুকুল আশ্রমের ছাত্র-ছাত্রীদের দেশ ভক্তির মন্ত্রে দীক্ষিত করা ছিল আজকের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য৷ যারা দেশের জন্য নিদর্িধায় নিজেদের প্রাণ বলিদান দিয়ে শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে এই গুরুকুল আশ্রমের কচিকাচাদের উদ্ভূত করা এবং ভবিষ্যতে দেশের কাজে নিজেদেরকে কেমন করে আত্মনিয়োগ করতে হবে তা নিয়ে শহীদ বরণ অনুষ্ঠানে দীর্ঘ আলোচনা করা হয়৷ এই ধরনের মহান অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে এলাকাবাসীরা দলে দলে যোগদান করেন বিশেষত মনিপুরী সম্প্রদায়ের মানুষরা এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য রানা সিনহাকে সাধুবাদ জানিয়েছেন৷