নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ গত কয়েকদিন ধরে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ বিভিন্ন নেশা বিরোধী অভিযানে গিয়ে সাফাল্য অর্জন করতে পারছে৷ গতকাল রাতে রাধা কিশোরপুর থানায় পুলিশের কাছে খবর আসে খিলপাড়া এলাকায় জনৈক যুবক নেশা সামগ্রী বিক্রি করছে৷ সঙ্গে সঙ্গে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতূত্বাধীন পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ গভীর রাতে সাগর সাহা ওরফে সুব্রতকে জালে তুলতে পেরেছে৷ সাগরের মোবাইল টেক করে রবিবার পুলিশ দুপুর পর্যন্ত আরও তিন জনকে পুলিশের জালে তুলতে পেরেছে৷ এরা হল সুরজিৎ দাশ,সাখিল খান,ময়নাল হুসেন৷ এদেরকে অমরসাগরপাড়ে, খিলপাড়া ও গকুলপুর থেকে জালে তুলে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে৷প্রত্যেকের বিরুদ্ধে এন ডি পি এস দ্বারায় মামলা দায়ের করা হয়েছে৷ মামলার নম্বর ১১১/২০২৩৷ পুলিশের ধারণা আরও কিছু নেশা কারবারি কে পুলিশের জালে তুলতে পারবে৷ পুলিশের এই সাফল্যে উদয়পুরের আমজনতা খুশি৷