BRAKING NEWS

সেকেরকোটে সাংবাদিকের সাথে দুর্ব্যবহার পঞ্চায়েতের মহিলা কর্মীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ সাংবাদিকের সাথে দুর্ব্যবহার পঞ্চায়েতের এক গ্রুপ ডি মহিলা  কর্মীর৷ এক সাংবাদিকের কাছে অভিযোগ ছিল যে কমলা সাগর বিধানসভার সেকেরকোট গ্রাম পঞ্চায়েত কার্যালয়টি প্রায় সময় নির্ধারিত সময়ে খোলা হয় না এবং পঞ্চায়েতের ভেতরে বিদ্যুতের লাইট এবং পঞ্চায়েতের দরজা বন্ধ না করে পঞ্চায়েতের গ্রীলে তালা ঝুলিয়ে চলে যায়৷ সেই অভিযোগের ভিত্তিতে  সোমবার সকাল ১১টা নাগাদ ওই পঞ্চায়েতে গোটা বিষয়টি জানতে গেলে পঞ্চায়েতের এক গ্রুপ ডি মহিলা ওই সাংবাদিককে কোন সঠিক জবাব দেয়নি৷ বরং সাংবাদিকের সাথে দুর্ব্যবহারে মেতে উঠে৷ একসময় ওই গ্রুপ ডি মহিলাটি সাংবাদিকের পরিচয় পত্র দেখতে চায় এবং সাংবাদিকের ছবি তোলার চেষ্টা করে৷ একজন সরকারি কর্মচারী হয়ে সাংবাদিকের সাথে যে ব্যবহার করা মোটেই উচিত নয় সেই দুর্ব্যবহার করে সাংবাদিকের সাথে৷ যদিও পঞ্চায়েতে তখন পঞ্চায়েত সচিব উপস্থিত ছিলেন তিনি এই বিষয়ে কোন ধরনের মন্তব্য করেননি৷ এলাকা সূত্রে জানা গেছে গ্রুপ ডি ওই মহিলার নাম মনিকা চক্রবর্তী৷ তিনি পঞ্চায়েতের সুবিধা নিতে আসা এলাকার লোকজনদের সাথে   ভালো আচরণ করেন না বলেও অভিযোগ রয়েছে৷ সোমবার সেকেরকোট গ্রাম পঞ্চায়েতের গ্রুপ ডি মহিলা সাংবাদিকের সাথে এই ধরনের আচরণে স্থানীয় সেকেরকোক এলাকার লোকজনদের মুখে ছি ছি রব উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *