BRAKING NEWS

রামনগরে তিনটি বাড়িতে হামলা হুজ্জুতি চালাল দুষৃকতিকারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ রাতের আঁধারে দুষৃকতিকারীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত  তিনটি বাড়ি৷ ভাঙ্গা হয় বাড়ির ঘরের দরজা নিয়ে যাওয়া হয় ১৫ থেকে ২০ হাজার টাকার কাঠ৷ ঘটনা আগরতলার রামনগর গাঙ্গাইল রোড এর নিবেদিতা ক্লাব সংলগ্ণ এলাকায়৷ এই বিষয়ে রামনগর ফাঁড়িতে অভিযোগ করেন কিন্তু এখনো কাউকে পুলিশ গ্রেফতার  করতে পারেনি৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরকারে কোন রাজনৈতিক হিংসা নেই বললেই চলে৷৷ তার পরেও কতিপয় সমাজ দ্রোহীরা সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের কাজ করে আশান্তির বার্তা ছড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সমস্ত সমাজ দ্রোহিদের অতি দ্রুত গ্রেফতারের দাবি তোলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো৷৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *