কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : মণিপুরের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা করেছেন ঘটনার। সোমবার তার খেই ধরেই এবিষয়ে সম্ভাব্য ভুয়া খবর নিয়ে সতর্ক থাকার আবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মণিপুর প্রসঙ্গ নিয়ে সহকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। সূত্রের খবর, তাঁর আশঙ্কা, এ রাজ্যেও এই ধরনের ঘটনার অপপ্রচার চালানো হতে পারে। ভুয়া ভিডিয়ো ছড়িয়ে বাংলার পরিস্থিতি তপ্ত করার চেষ্টা হতে পারে বলে মুখ্যমন্ত্রী সন্দেহ করছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেই কারণে তিনি মন্ত্রিসভার বৈঠকে সকলকে সতর্ক করে দিয়েছেন বলে খবর।
এ নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও যে খুব একটা সুখকর নয়, তা বোঝানোর চেষ্টা শুরু করে দিয়েছেন বিজেপি-র সুকান্ত মজুমদাররা। দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগে আগেই সরব হয়েছিলেন সুকান্তবাবু। সেই সময়েই হাওড়ার পাঁচলায় এক বিজেপি প্রার্থীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তুলেছেন তিনি। যদিও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাংবাদিক বৈঠক করে বলেন, ওই বিষয়ে একটি অভিযোগ পুলিশের কাছে এসেছিল। এফআইআরও হয়েছিল। কিন্তু পুলিশ তদন্ত করে তখনও পর্যন্ত এমন কোনও তথ্য-প্রমাণ পায়নি, যা অভিযোগের সত্যতা প্রমাণ করে।
এর পর মালদাতেও দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের একটি অভিযোগ উঠে এসেছে। সেই ঘটনা নিয়েও সুর চড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি। যদিও রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির রং লাগানো উচিত নয়।