নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ অভিনব কায়দায় চা পাতার প্যাকেটে করে গাজা পাচারের সময় এম বি বি বিমানবন্দরের চেকিংয়ে ১৬ কেজি শুকনো গাঁজা এক নাবালক সহ আটক দুই৷ বিবানবন্দর নিরাপত্তার কর্মীদের হাতে গাজা সহ তারা আটক হয়েছে৷ যাদেরকে আটক করা হয়েছে তারা হলো জাহিদুল হক, ও সাইফুল ইসলাম৷ তাদের বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মনারচক এলাকায়৷পরবর্তী সময় তাদের তুলে দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশের হাতে৷তাদের বিরুদ্ধে এন ডিপিএস আইনে একটি মামলা নিয়ে তদন্ত চালায় পুলিশ৷ রবিবার দুপুরে পুলিশ কোর্টে প্রেরণ করা হয় এয়ারপোর্ট থানা থেকে৷এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার বিকাশ দেববর্মা৷ নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন৷ উল্লেখ্য চা পাতার প্যাকেটে করে গাঁজা চাষের ঘটনা এই প্রথম ধরা পড়েছে৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নানা মহলে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷৷ সরকার এবং নিরাপত্তা কর্মীরা গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে যতই কঠোর ব্যবস্থা গ্রহণ করুক না কেন পাচারকারীরাও নতুন নতুন কৌশল অবলম্বন করে তাদের পাছার বাণিজ্য অব্যাহত রেখেছে৷৷ বিষয়টি খুবই উদ্বেগ ও উৎকণ্ঠার৷৷