নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ বহিঃরাজ্যের শ্রমিককে বেধড়ক মারধর করে ৫ লক্ষ টাকার দাবি৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ৷ শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় থানায়৷ ঘটনা বিশালগড় চা বাগান এলাকায়৷ সংবাদে প্রকাশ ,বিশালগড় চা বাগান এলাকায় গোবিন্দ দাস নামে এক ব্যক্তির বাড়িতে পার্টনার শ্রমিক কুন্দন কুমার বেশ কিছুদিন যাবত শ্রমিকের কাজ করছিলেন৷ শনিবার দুপুরে শ্রমিক কুন্দন কুমার তার মালিক গোবিন্দ দাসের কাছে বাড়ি যাওয়ার কথা বলেন৷ তারপরেই শ্রমিক উন্নয়ন কুমারকে বেধড়ক মারধোর করেন এবং তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন৷ খবর পেয়ে বিশালগড় থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর প্রদীপ নট্য চা বাগান এলাকা থেকে শ্রমিককে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন৷ সংবাদমাধ্যমে এমনটি জানান শ্রমিক কুন্দন কুমার৷