BRAKING NEWS

ধর্মনগর কলেজে মহিলা মোর্চার উদ্যোগে নারী তুমি নারায়ণী অনুষ্ঠান সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে মহিলা মোর্চার নারী তুমি নারায়নী অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে পালিত হল৷ শনিবার উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার উদ্যোগে এই ব্যতিক্রমী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহকারিণী  বিশেষ মহিলা  ব্যক্তিত্বদের সম্মাননা প্রদানের সাক্ষী থাকলেন উত্তর ত্রিপুরাবাসী৷ ডাক্তার, পুলিশ অফিসার, প্রফেসর, শিক্ষিকা, শিক্ষাবিদ, সাংবাদিক, সংগীত গুরু, স্বর্ণপদক প্রাপ্ত বাচিক শিল্পী,  নৃত্য শিল্পী, ভাস্কর্য শিল্পী,  পোল ভোল্ট প্লেয়ার, রাজমিস্ত্রি, অন্নদাত্রী, মৎস ব্যবসায়ী, টুকটুক ড্রাইভার, তাঁতি, জুমিয়া সহ বৈচিত্র্যময় সম্ভারে নন্দিত ছিল অনুষ্ঠান হল৷অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী  রূপালী অধিকারী৷
উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী   ঝর্না দেববর্মা, উত্তর ত্রিপুরা জেলা সভানেত্রী  মলিনা দেবনাথ, রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিক  শুভ্রা সাহা, উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার  ভানুপদ চক্রবর্তী, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডঃ শর্মিষ্ঠা চক্রবর্তী,  এডভোকেট বনানী শর্মা, ডঃ নন্দিতা রায়, ডঃ উমা নমঃশুদ্র, শিক্ষাবিদ  মহুয়া গুপ্তা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এন এস এস প্রোগ্রাম অফিসার সুপ্তা পুরকায়স্থ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসার  সঞ্চিত নাথ,  রীতা দেবনাথ সহ বিশিষ্ট মহিলা ব্যক্তিত্ববর্গ৷
মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ও উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী উনাদের আলোচনায় তুলে ধরেন যে কর্মসূত্রে বিভিন্নতায় স্ব স্ব প্রতিভার উৎকর্ষতা প্রকাশের মাঝে ভারতীয় মহিলাদের গৌরবগাঁথা, ঐতিহ্য ভারতীয় সমাজ, শিক্ষা,জ্ঞান, বিজ্ঞানে চিরন্তন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *