BRAKING NEWS

ধর্মনগরে জুয়েলারি থেকে সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি, তিন মহিলা সহ গ্রেপ্তার পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ কলকাতার বারাসাত থেকে আগত তিনজন পুরুষ এবং পাঁচজন মহিলা কুমারঘাটে আসে একটি হোটেলে৷৷সেখান থেকে পাঁচজন মহিলা চলে যায় ধর্মনগর এলাকায়৷ সেখানে একটি  জুয়েলারি দোকানে গিয়ে প্রতারণা করে বেশ কিছু স্বর্ণ অলংকার দোকান থেকে চুরি করে চম্পট দেয়৷ ঘটনার কিছুক্ষণ পর জুয়েলারি দোকান মালিক সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ধর্মনগর থানায় খবর দেয়৷ ঘটনাস্থলেই ছুটে আসে পুলিশ৷কিন্তু ততক্ষণে পাঁচজন মহিলা ঘটনাস্থল থেকে কেটে পড়ে৷ চুরির ঘটনার সংগঠিত করার পর পাঁচ জন মহিলা এবং তিনজন পুরুষ জাতীয় সড়ক হয়ে আগরতলা চলে আসে৷  লেইক চৌমুহনী বাজারে একটি হোটেলে উঠে৷ এরই মধ্যে ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দের কাছে সেই খবরটি চলে আসে৷ ধর্মনগর থানার ওসি শিবুরঞ্জন দের নেতৃত্বে  পুলিশ বাহিনী পশ্চিম থানার পুলিশের সহায়তায় হোটেল থেকে পাঁচজন মহিলা সহ তিনজন পুরুষকে গ্রেফতার করে পশ্চিম থানায় নিয়ে আসে৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা স্বর্ণ গুলি৷ কলকাতা থেকে আগত একজন জানান গাড়ি নিয়ে জাতীয় সড়ক হয়ে কুমারঘাট হয়ে আগরতলা আসার পরিকল্পনা ছিল তাদের৷ যদিও পাঁচজন মহিলার চুরির ঘটনাটি তারা জানেন না বলেই সংবাদ মাধ্যমিকে জানান৷ শনিবার পাঁচজন মহিলা সহ তিনজন পুরুষকে ধর্মনগর থানায় নিয়ে যায় পুলিশ৷   তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *