BRAKING NEWS

কুমারঘাটে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷  কুমারঘাট প্রেস ক্লাব এবং কোলকাতা পিয়ারলেস হাসপাতালের যৌথ উদ্যাগে কুমারঘাটে অনুষ্ঠিত হলো মেগা স্বাস্থ্য শিবির৷ শনিবার কুমারঘাট বিমল সিনহা শপিং কমপ্লেক্সে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস৷ উপস্থিত ছিলেন কুমারঘাট প্রেস ক্লাবের সভাপতি তপন বনিক,সম্পাদক আশুতোষ পাল, কোলকাতা পিয়ারলেস হাসপাতালের হৃদরোগ বিশেজ্ঞ চিকিৎসক অসিম কুমার দে এবং মেডিসিন বিশেজ্ঞ চিকিৎসক আনিসুল হক সহ অন্যান্য অতিথীরা৷ শিবিরে পিয়ারলেস হাসপাতালের দুই চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান রোগীরা৷ পাশাপাশি শিবিরে রোগিদের বিনামূল্যে ইসিজি এবং রক্ত পরীক্ষা করে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্র৷ এদিনের শিবিরে স্বাগত ভাষন রাখতে গিয়ে কুমারঘাট প্রেসক্লাবের বিভিন্ন সামাজিক কাজের বৃত্তান্ত তুলে ধরেন ক্লাব সম্পাদক৷ এদিকে উদ্বোধকের ভাষনে কুমারঘাট প্রেসক্লাব এবং পিয়ারলেস হাসপাতালের এই ধরনের উদ্যোগের ভূয়োসী প্রশংসা করেন জিলা সভাধিপতি৷ তিনি বলেন, সংবাদ মাধ্যমের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে সমাজের ভূলভ্রান্তি মানুষের কাছে তুলে ধরছে তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে বিভিন্ন সময় মানুষের পাশেও দাঁড়াতে দেখাযায় সংবাদ মাধ্যকে৷ তিনি বলেন, বহিঃরাজ্যের চিকিৎসক দিয়ে কুমারঘাট এলাকায় স্বাস্থ্য শিবির করা এটা বাড়তি পাওনা কুমারঘাটবাসীর৷এদিনের শিবির থেকে প্রায় একশ চল্লিশ জন রোগী বিনামূল্যে গ্রহন করেন চিকিৎসা পরিষেবা৷ প্রসঙ্গত, কুমারঘাট প্রেস ক্লাব করোনা মহামারির সময়কালেও এই মহকুমা এলাকার দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী যেমন পৌছে দিয়েছিলো ঠিক তেমনি সম্প্রতি মহকুমা এলাকার দুঃস্থ পরিবার গুলোর মধ্যে মশারিও বিতরন করেছিল৷ কুমারঘাট প্রেস ক্লাবের উদ্যাগে আয়োজিত এদিনের মেগা স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ৷ প্রেস ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *