নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ কৃষকদের উন্নয়নকে মাথায় রেখে সরকার এফ সি আই এর মাধ্যমে কৃষকের কাছ থেকে সুলভ মূল্যে ধান ক্রয় করায় লাভের মুখ দেখছেন রাজ্যের কৃষক কূল৷ এতে খুশি সমগ্র অংশের কৃষক৷অন্যান্য বছরে ন্যায় এবছর ও এফসি আই এর মাধমে সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু করেছেন৷ বৃহস্পতিবার তেলিয়ামুড়া এগ্রিপ্রডিউস মার্কেট এর শেড ঘরে সকাল থেকেই শুরু হয় এই ধান ক্রয় করার প্রক্রিয়া৷তবে লক্ষনীয় বিষয় হল, তেলিয়ামুড়াম মহকুমা খাদ্য দপ্তর কৃষকদের কাছ থেকে যে পরিমান ধান ক্রয়ের টার্গেট ধরা হয়েছিল সেই তুলনায় অনেকটা কম ধান আসছে৷ এর কারন হিসাবে এক কষক জানান সরকার ধান ক্রয় করার ফলে কৃষকরে দীর্ঘদিন পর লাভের মুখ দেখতে পারছে৷ অন্যদিকে ,খোলাবাজারে ব্যবসায়ীদের ধানের ক্রয় কমে যাচ্ছে৷ এর ফলে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী কৃষকদের বাড়ি ঘর থেকে অধিক মূল্য দিয়ে ধান ক্রয় করে নিচ্ছে৷ যাতে করে সরকারি ভাবে ধানের মজুদ কমে আসে৷ পরবর্তী সময়ে সুযোগে সেই আসাধু ব্যবসায়ীরা তাদের মর্জিমাফিক দামে সেই ধান বিক্রি করতে পারবে৷ এই অসাধু ব্যবসায়ীদের ফাঁদে কিছু সরল সাধারণ কৃষকরাও পা দিচ্ছেন বলেও ধারনা করাহচ্ছে৷ সে ক্ষেত্রে কৃষকদের একটা অংশের অভিমত এফ সি আই প্রতি কুইন্টাল ধানে একটা অংশ ওজন পিরিমাপের সময়ে কম ধরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে৷ এই ফলে কিছুটা ক্ষতি হচ্ছে তাদের৷ অন্যদিকে এই সুযোগটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে একটা,শ্রেনীর খোলাবাজারের ব্যবসায়ী৷ কৃষক রা চাইছে ওজন পরিমাপ করার সময় যেন তাদের কোন অংশ বাদ নাওদেওয়া হয়৷ তাহলে কৃষকরা একদিকে যেমন সম ওজনের দাম পেয়েযাবে অন্যদিকে ব্যবসায়ীদের ফাঁদেও পা বারাবে না৷ এবং সরকারি ভাবে মজুতেরও ঘাটতির প্রশ্ণ থাকবেনা৷ একই ভাবে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের এক আধীকারিক জানান যত জন কৃষক ধান নিয়ে আসার কথা তাদের সকলে এখন পর্যন্ত আসেননি৷ তবে তিনি আশা করছেন বিগত বছরের ন্যায় এবছরও সমস্ত কৃষকরাই সরকারের এই সুযোগটা গ্রহন করবে৷