পাটনা, ২০ জুলাই (হি.স.): মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছেন তেজস্বী। তিনি বলেছেন, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্র একেবারে নীরব। গোষ্ঠীহিংসা দীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্ত দু”জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, দোষীদের রেয়াত করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী মুখ খুললেও, তেজস্বী বললেন মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্র একেবারে নীরব। তেজস্বী এদিন বলেছেন, “মণিপুর থেকে একটি লজ্জাজনক ভিডিও প্রকাশ্যে এসেছে। আমরা বেঙ্গালুরু মিটিংয়েও মণিপুর ইস্যু তুলেছিলাম। রাহুল গান্ধী যখন মণিপুরে যেতে পারেন তাহলে প্রধানমন্ত্রী কেন সেখানে যেতে পারবেন না? প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে নীরব।”